হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের লং-আইল্যান্ড সিটি’র ‘হলিডে ইন’ হোটেলে ১৪ই এপ্রিল, রবিবার ২০১৩, সন্ধ্যা ৬টায় “বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন” ও “ঐতিহাসিক মুজিব নগর দিবস” উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।খবর বাপসনিঊজ. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বশারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফুল কবির, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেড এ জয়, শাখাওয়াত বিশ্বাস, মেজবাহ আহমেদ, নুরুল ইসলাম নজরুল, এমদাদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনসুর খান, হাকিকুল ইসলাম খোকন,নাঈমা খান, মো: হানিফ, জাসদেও সভাপতি আবদুল মুসাব্বির,সমপাদক নুরে আলম জিকু, আশ্রাফুজ্জামান, শাহ বখতিয়ার, সোলেমান আলী, কাজী মনিরুল হক, শেখ আতিকুল ইসলাম, শাহান চৌধুরী, মুজিবুল মাওলা, রুহেল চৌধুরী, মমতাজ শাহনাজ, রুমানা আক্তার, সাথী, মোর্শেদা জামান, মোর্শেদা কাকন প্রমুখ। আলোচনা সভার প্রারম্ভে জাতীর জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপিকে ফুল দিয়ে বরন করে শাহানারা রহমান এবং বিশেষ অতিথি মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে ফুল দিয়ে বরন করে নেয় টিটু রহমান, মাসুদুর হাসান ও মুজিবুল মাওলা।আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পূনাঙ্গ চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে দেশে জামাত-শিবির ও বিএনপি’র ধ্বংসাত্বক কার্যক্রম কঠোর হস্তে দমন করে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা হবে। মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফলতার চিত্র তুলে ধরে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক অগ্রগতি, কৃষি, শিক্ষা, জ্বালানী ও বিদ্যুৎ খাতে বিপ্লব সাধন, লক্ষ লক্ষ লোকের দেশে-বিদেশে কর্ম-সংস্থানের ব্যবস্থা, আন্তর্জাতিক গন মাধ্যমে বাংলাদেশকে ইমাজিং টাইগার হিসাবে আতœপ্রকাশের খবর দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত দারিদ্র বিমোচন, শিশু ও মাতৃমৃত্যুর হার কম হওয়ায় দেশের মানুষ খুবই খুশি। শুধু খুশি হতে পারেননি ইয়াহিয়া খানের উত্তরসূরী বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া। দেশে জঙ্গীবাদ আমদানী ও বাংলাদেশের অর্থনীতির চাঁকা পিছন দিকে ঘুড়ানোর চেষ্টায় জ্বালাও-পোড়াও এর পোড়ামাটির নীতি গ্রহন করেছেন বেগম জিয়া। নববর্ষের দিনে অনুষ্ঠিত সভায় সকল বক্তাই বর্ষবরনের উপর বক্তব্য দিয়ে দেশে অবিলম্বে জামাত-শিবিরের রাজনীতি বন্ধ করার জোর দাবী জানান। অনুষ্ঠান পরিচালনার সময় দলের পক্ষ থেকে আব্দুস সামাদ আজাদ বলেন, দেশের বিভিন্ন স্থানে মুলত চট্টগ্রামে বার বার আওয়ামী লীগের মিছিল/সমাবেশে স্বাধীনতা বিরোধীদের জঘন্যতম হামলার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, যদিও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় তারপরেও আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জনগনের স্বার্থে সোচ্চার আছে।
Discussion about this post