যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় শিধু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ধর্মকে যারা কলুষিত করেছে তাদের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে।
মিয়ানমারের কাছ থেকে আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা পাওয়ায় বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিলে ভারতের কাছ থেকেও প্রাপ্য আদায় করবে তার সরকার। দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়তে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন...
চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। ভোক্তাদের মাঝে শিক্ষা ও …