পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা ক্ষমতায় আছি, ভবিষ্যতেও হয়ত ক্ষমতায় আসব। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের এই মেয়াদই শেষ সময়। এবার তাদের বিচার করা সম্ভব না হলে আর কখনোই হবে না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মিয়ানমারের কাছে মামলায় সমুদ্রজয়ে আগামী ১৮ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিনিধি সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিশাল অদৃশ্য শক্তি রয়েছে। তাদের অঢেল অর্থ রয়েছে। দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের দোসর আছে।’তিনি বলেন, ‘আমার কাছে ইমেইল আসে, তারা কখন কোথায় কোন দেশে বসে ষড়যন্ত্র করছে তা জানা যায়।’সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা কী পেলাম আর কী পেলাম না তার হিসাব না করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী সংসদ নির্বাচনে যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের অগ্রাধিকার না দিলে আওয়ামী লীগ বার্ধক্যে পরিণত হবে।’প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ।
Discussion about this post