মামুর উল্লাহ আরব আমিরাত থেকেঃ আরব আমিরাত বৈধ অবৈধ ১২ লক্ষাধীক বাংলাদেশী প্রবাসীদের একমাত্র বৈধ সমিতি ইউ এ ই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী রফিক সিকদারের মাতা, চট্টগ্রাম সাবেক পটিয়া বর্তমান কর্ণফুলী থানাধীন জুলদা গ্রামের নিবাসী মরহুম কবি এ কে মনছুর উদ্দিনের সহধর্মিনী আলহাজ্ব সালেহা মনছুর (৭৯) আজ ১লা জুলাই দুপুর ১ টা ২৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাহীর রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছেন। মৃত্যুর সময় ৫ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে আমিরাত বাংলাদেশ সমিতি, প্রবাসী মিডিয়া সমিতি (প্রমিস) প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) সহ বিভিন্ন সংগঠন গভির শোক প্রকাশ করেন।
Discussion about this post