Home / বিশ্ব / রবিবার সকালে ঢাকায় পৌঁছাবে বন্দিদশা থেকে মুক্ত পাঁচ বাংলাদেশি

রবিবার সকালে ঢাকায় পৌঁছাবে বন্দিদশা থেকে মুক্ত পাঁচ বাংলাদেশি

মঈন উদ্দিন সরকার সুমন: অবশেষে দেশে ফিরছেন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দি পাঁচ বাংলাদেশি। ১০ জানুয়ারী সকাল ০৭:২০ ঘটিকায় বিমানের বিজি ৪৮ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছানোর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ৯ জানুয়ারী দুপর ( ১২:৪৫ ঘটিকায়) ইয়েমেন থেকে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় দুবাই পৌঁছায়। দুবাই থেকে বিমানের বিজি ৪৮ ফ্লাইটে সরাসরি বাংলাদেশের উদ্যেশে রওয়ানা দেবেন তারা।

মুলত গতবছর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারী ওমানে কর্মরত অন্যদের সাথে
এই পাচঁ বাংলাদেশী সমুদ্রপথে সৌদি আরব যাওয়ার পথে লোহিত সাগরের প্রাকৃতিক দূর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনে বন্ধি ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস কুয়েত, ওমান এবং জর্ডানের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ নয় মাস পর বন্দিদশা থেকে মুক্তি পান তারা।
মুক্তি পেয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘র (আইওএম) হেফাজতে ছিলেন ।

মুক্তি পাওয়া পাঁচজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ আবু তৈয়ব, মীরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আলমগীর।

আরও পড়ুন...

বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা স্বরুপ প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা স্বরুপ প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী।বেনাপোল …

error: Content is protected !!