রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেওয়ার বিরোধিতা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এটা রাষ্ট্রের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকালে ঢাকায় শোভাযাত্রা বের করছে আওয়ামী লীগ। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন বলে সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারি চাকুরেদের অংশগ্রহণ সঙ্গত কি না- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এটা ঠিক নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া উচিৎ নয়। এটা রাষ্ট্রীয় ইনডিসিপ্লিন (বিশৃঙ্খলা) এরই একটি বহিঃপ্রকাশ।” আওয়ামী লীগের এই শোভাযাত্রায় সরকারি কর্মকর্তার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিচ্ছেন বলে সংবাদপত্রে খবর ছাপা হয়েছে।
Discussion about this post