হাকিকুল ইসলাম খোকন বাপসনিউজ : প্রবাসের তরুন গীতিকার , সুরকার ও কন্ঠশিল্পী রাজীর রহমান দীর্ঘ সাড়ে নয় মাস কাল বাংলাদেশে অবস্থানের পর ১৫ ই মে মঙ্গলবার কুয়েত এয়ার লাইন্সযোগে নিউইর্য়ক ফিরে এসেছেন।খবর বাপস্নিউজ॥ ঢাকায় অবস্থান কালীন সময়ে রাজীব রহমান এ টিভি’র মিইজিক জাম ও একটি টক শোতে অংশ গ্রহন ছাড়াও আরটিভি’র ফোন লাইভ কনসাৃট, একুশে টিভি’র র্দীঘ তিন ঘন্টার ফোন লাইভ কনর্সাট ও একুশে সন্ধ্যা প্রোগ্রোমে অংশ গ্রহন, মাছ রাঙা টিভি’র আন প্লাগ্ড ও গানপোকা অনুষ্ঠানে যোগদান এবং সরকারি বিটিভি’র একটি টকশোতে অংশ গ্রহন করেন। তিনি আমার ও এ বিসির রেডিওতে একক লাইভ প্রোগ্রামে অংশ নেন্ । এই সময়কালে রাজীব রহমান ঢাকার অডিও প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান লেজার ভিসন প্রকাসিত হিপট্হপ্ অডিও এ্যালবাম “ ডিসাইপলস্” –এর রিলোডেড এডিসন . ডিএ এম প্রকাশিত সোমা রহমানের একক এ্যালবাম স্বপ্েন দেখা এবং গীতালী প্রকাশিত ‘ ষ্টিল কনফিঢউজ্ড’ নেট্ ওর্য়াকের বাইরের ঢাকার অন্যতম গ্র“প এ্যালবামের সর্বাংগীন সিউজিক করেন । এবারের ভেলেন্টাইন ডে উপলক্ষ্যে বের করে ঢাকার অন্যতম প্রাচীন অডিও-ভিডিও প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান সংগীতা বের করে মিক্সড এ্যালবাম রাজীব রহমান ফিচারিং ফ্রেন্ডস । এ্যালবামটির টাইটেল নাম রাখা হয়েছে “ভালবাসা যত আছে”। এছাড়া এবারের বাংলা নবর্বষ উপলক্ষে সংগীতা একই এ্যালবামের মিউজিক ভিডিও-ডিভিডি বের করেছে যা নতুন আঙ্গিক ও ধারা বৈচিত্রময়তার কারণে প্রভূত জনপ্রিয়তা পেয়েছে বলে প্রকাশ । ‘ভালবাসা যত আছে’ ভিডিও-ডিভিডিতে রাজীব রহমান ছাড়াও বাংলাদেশের ও আমেরিকার বেশ ক’জন তরুন কúশিল্পীর অংশগ্রহন রয়েছে । ভিডিও এ্যালবামের প্রত্যেকটি গানের কথা ও সুর রাজীব রহমানের । র্বাতা সংস্থা বাপস নিউজের প্রতিনিধির সাথে আলাপকালে ‘ ডাব আর’ খ্যাত রাজীব রহমান কিছু কাজ গুছিয়ে নতুন প্রকল্প হাতে নিয়ে আবারও বাংলাদেশ যাবার আশাবাদ ব্যাক্ত করেছেন।
Discussion about this post