Home / বিনোদন / রাজীব রহমান নউিইর্য়ক ফিরেছেন

রাজীব রহমান নউিইর্য়ক ফিরেছেন

হাকিকুল ইসলাম খোকন বাপসনিউজ : প্রবাসের তরুন গীতিকার , সুরকার ও কন্ঠশিল্পী রাজীর রহমান দীর্ঘ সাড়ে নয় মাস কাল বাংলাদেশে অবস্থানের পর ১৫ ই মে মঙ্গলবার কুয়েত এয়ার লাইন্সযোগে নিউইর্য়ক ফিরে এসেছেন।খবর বাপস্নিউজ॥ ঢাকায় অবস্থান কালীন সময়ে রাজীব রহমান এ টিভি’র মিইজিক জাম ও একটি টক শোতে অংশ গ্রহন ছাড়াও আরটিভি’র ফোন লাইভ কনসাৃট, একুশে টিভি’র র্দীঘ তিন ঘন্টার ফোন লাইভ কনর্সাট ও একুশে সন্ধ্যা প্রোগ্রোমে অংশ গ্রহন, মাছ রাঙা টিভি’র আন প্লাগ্ড ও গানপোকা অনুষ্ঠানে যোগদান এবং সরকারি বিটিভি’র একটি টকশোতে অংশ গ্রহন করেন। তিনি আমার ও এ বিসির রেডিওতে একক লাইভ প্রোগ্রামে অংশ নেন্  । এই সময়কালে রাজীব রহমান ঢাকার অডিও প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান লেজার ভিসন প্রকাসিত হিপট্হপ্ অডিও এ্যালবাম “ ডিসাইপলস্” –এর রিলোডেড এডিসন . ডিএ এম প্রকাশিত সোমা রহমানের একক এ্যালবাম স্বপ্েন দেখা এবং গীতালী প্রকাশিত  ‘ ষ্টিল কনফিঢউজ্ড’ নেট্ ওর্য়াকের বাইরের ঢাকার অন্যতম গ্র“প এ্যালবামের সর্বাংগীন সিউজিক করেন । এবারের ভেলেন্টাইন ডে উপলক্ষ্যে বের করে  ঢাকার অন্যতম প্রাচীন অডিও-ভিডিও প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান সংগীতা  বের করে মিক্সড এ্যালবাম রাজীব রহমান ফিচারিং ফ্রেন্ডস । এ্যালবামটির টাইটেল নাম রাখা হয়েছে “ভালবাসা যত আছে”। এছাড়া এবারের বাংলা নবর্বষ উপলক্ষে সংগীতা একই এ্যালবামের মিউজিক ভিডিও-ডিভিডি বের করেছে যা নতুন আঙ্গিক ও ধারা বৈচিত্রময়তার কারণে প্রভূত জনপ্রিয়তা পেয়েছে বলে প্রকাশ । ‘ভালবাসা যত আছে’ ভিডিও-ডিভিডিতে   রাজীব রহমান ছাড়াও বাংলাদেশের ও আমেরিকার বেশ ক’জন তরুন কúশিল্পীর অংশগ্রহন রয়েছে । ভিডিও এ্যালবামের প্রত্যেকটি গানের কথা ও সুর রাজীব রহমানের । র্বাতা সংস্থা বাপস নিউজের প্রতিনিধির সাথে আলাপকালে ‘ ডাব আর’ খ্যাত রাজীব রহমান কিছু কাজ গুছিয়ে নতুন প্রকল্প হাতে নিয়ে আবারও বাংলাদেশ যাবার আশাবাদ ব্যাক্ত করেছেন।

About

আরও পড়ুন...

কাদের খান আফগানিস্তান থেকে এসে বলিউডে জায়গা করে নেন

তালেবানরা কাবুল দখল করার পর থেকে আফগানিস্তান নিয়ে চর্চা চলছে আন্তর্জাতিক মহলে। সেখানে ভারতসহ অনেক …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ