Home / প্রযুক্তি / রিয়াদে অপহৃত দুই বাংলাদেশি উদ্ধার

রিয়াদে অপহৃত দুই বাংলাদেশি উদ্ধার

প্রায় ১১ দিন আটক থাকার পর বুধবার রাতে সৌদি সিআইডি এবং অপহৃতদের নিকটজনের প্রচেষ্টায় মুক্তি পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী খালেক ও শ্রমিক বাদল। মুক্তিপণের ২০ হাজার রিয়াল (৫ লাখ টাকা) দেয়ার কথা বলে অপহরণকারীদের সাথে সাক্ষাৎ করেন অপহৃতদের আত্মীয়রা। তারা রিয়াদের আজিজিয়ায় উথাইম মার্কেটের সামনে টাকা নিতে এলে সৌদির সিভিল পুলিশ তাদের হাতে-নাতে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মানফোয়া নামক স্থানে তাদের ভাড়া করা বাড়িতে দুজনকে আটকে রাখার কথা স্বীকার করে। পরে সেখান থেকে তাদের উব্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার আট বাংলাদেশি এখন সৌদি পুলিশ হেফাজতে রয়েছেন। এরা হলেন, সুমন (বরিশাল), জাফর (কুষ্টিয়া), নুরুল ইসলাম (মানিকগঞ্জ), উমর ফারুক (নোয়াখালী) এবং মামুন (কুমিল্লা)। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। অপহরণকারী চক্রের নেতা আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে সৌদি সিআইডি। উব্ধার হওয়া ব্যবসায়ী আব্দুল খালেক জানান, একটি বাড়ি বাড়া করে অনেক দিন থেকেই এই কাজ করে যাচ্ছে অপহরণকারীরা। ইতিপূর্বে এই চক্র কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটিতে সৌদি আরব ও বাংলাদেশের কতিপয় লোক যৌথভাবে জড়িত রয়েছে বলে জানান অপর মুক্তি পাওয়া ব্যবসায়ী বাদল। তারা বাংলাদেশে এবং সৌদি আরবের আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, গত ৯ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

আরও পড়ুন...

স্মার্টফোনের স্পীড বাড়াবেন যেভাবে

স্মার্টফোন এখন সকলের কাছে গুরুত্বপূর্ণ এক ডিভাইস হয়ে উঠেছে। অনেক সময় দেখা যায় দরকারি কাজে …