Home / সাহিত্য / কবিতা / রুদ্র অয়ন এর কবতিা

রুদ্র অয়ন এর কবতিা

যদি তুমি আমার হও
আমি তোমার হবো।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
তোমাতে মশিে রবো।

তোমার ডাগর চোখরে
চাহনি হবো,
তোমার বাগানে
ফুল হবো ;
হাত টান অভাবে
খুচরো পয়সা হবো।

অবশ্বিাসরে দনোয়
পরম বশ্বিাস হবো।
অসাড় শরীরে হবো
তুমুল র্স্পশ।
শীতরে তীব্রতায়
উষ্ণ পরশ হবো।

পপিাসায় শুকয়িে যাওয়া
ওষ্ঠরে অস্থরি চুম্বন হয়ে
ঠোঁট ভজিাবো।

তোমার ইচ্ছে রং তুলরি
ক্যানভাস হবো।

প্রখর দারুণ দনিে
দমকা হাওয়ায়
শীতল বাতাস হবো।

তোমার বনিদ্রি রাতে
স্থাবর ভালোবাসার
স্বাক্ষর হবো,
একান্ত প্রহরে
আদররে চাদর হবো।

জীবন সাথী
আর ভালো একজন
বন্ধু হবো প্রয়েসীতমা।

আরও পড়ুন...

প্রবাসীদের কে বিয়ে করবেন না

প্রবাসীদের কে বিয়ে করবেন না আবদুর রহিম ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ প্রবাসীদের বিয়ে করবে না বলছে কে গো …