Home / প্রবাস / রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার সহয়তা দেবে কুয়েত

রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার সহয়তা দেবে কুয়েত

mkমঈন উদ্দিন সরকার সুমনঃ মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন মার্কিন ডলার জরুরী সহয়তা প্রদান করবে কুয়েত। এক বিবৃতিতে মিনিস্টার অফ ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড মিনিস্টার অফ স্টেট ফর মিউনিসিপাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আল জাবরি এই ঘোষণা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মায়ানমারের মুসলমানদের কাছে এই সহয়তা পাঠানো হবে এতে থাকবে খাবার, কাপড় এবং তাঁবু।

তিনি মায়ানমারের মুসলমান ভাইদের জন্য অনুদান প্রদানের জন্য নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। রিপোর্টে প্রায় ২৭০০০০ মুসলিম রোহিঙ্গা সহিংসতায় ভুগে মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশে  অবস্থান করছেন বলে উল্লেখ্য করেছে। তথ্য সুত্র কুনা

About admin

আরও পড়ুন...

কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে পুরস্কৃত সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী

কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কৃত করার মধ্য  দিয়ে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। …

error: Content is protected !!