শরিফ মিজান, কুয়েত থেকেঃ কুয়েতের আব্বাসিয়া লার্ণার অউন একাডেমির উদ্যোগে ৯ম বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদুত এস এম আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশা শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডি,কে শর্মা, কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক ডাঃ অশোক শর্মা,ডাঃ সামির,ডাঃ অরুন জোসী,ইঞ্জিনিয়ার রমেশ সুরী,সহ আরো অনেকে।সর্বমোট ১৮৫ জন ছাত্র,ছাত্রী এই ৯ম বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে ২৩৩ মেধাবী ছাত্র ছাত্রী কে পুরষ্কৃত করা হয়।তাছাড়া ৫ বছর যাবত যে সকল শিক্ষক শিক্ষা দান করেছেন তাদেরকেও সম্মাননা প্রদান করা হয়েছে।ভাল শিক্ষকতার জন্য ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।তাছাড়া সকল মেধাবী ছাত্র ছাত্রী দের কে স্বর্ণপদকে সম্মানিত করা হয়েছে।মান্যবর রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সকল শিক্ষার্থীদের ভাল ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে, আজকের এই মেধাবী ছাত্র ছাত্রীরাই আগামী প্রজন্মের কর্ণধার। তিনি তাদের সফলতার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সকল ছাত্র ছাত্রী দের অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন। অবশেষে নৃত্য, মূকাভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post