নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, দুইকর্মী রায়হান মাহী হোসেন ও আব্দুল আলিমসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় চাপাতি, রামদা ও হকিস্টিক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের আহত নেতাকর্মীরা। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজীব জুয়েল এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুল আলম পিপলু বলেন, ‘মেডিক্যাল কলেজে এ ধরনের হামলার ঘটনা দুঃখজনক।’ এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discussion about this post