Home / শীর্ষ সংবাদ / শার্শায় মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ

শার্শায় মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এ বছর বিভিন্ন জাতের সরিষা চাষ শুরু হয়েছে। অল্প সময় ও স্বল্প খরচে সরিষা চাষ করা যায় বলে এই অঞ্চলের কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষের দিকে ঝুঁকেছেন।

শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্যাপক লাভের আশায় আছেন তারা। রবি শস্যের মধ্যে সবার আগে ঘরে ওঠে এই ফসল। এবছর দ্বিগুণ চাষ হয়েছে সরিষা। চলতি মৌসুমে শার্শা উপজেলায় ২৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা চাষে পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। এই অঞ্চলের মাঠগুলো এখন সরিষা ফুলে ভরে উঠেছে। যেদিকে তাকানো হয় সেখানে হলুদ আর হলুদ। এবছর শার্শা উপজেলায় সরিষার উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কৃষি সমৃদ্ধ উপজেলার নাম শার্শা। এখানকার মাটি ও আবহাওয়া সকল ধরনের ফসল চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসলের মত তৈল জাতীয় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে এ উপজেলায়।

এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকা। কার্তিক মাসে সরিষা চাষ শুরু হয় এবং কাটা হয় পৌষ থেকে মাঘ মাসের শেষ পর্যন্ত।

শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল জানান, এ উপজেলায় এ বছর ২৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কম খরচে ও অল্প সময়ে পতিত জমিতে সরিষা চাষ করা যায় বলে শার্শার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। এদিকে প্রতিনিয়ত নতুন করে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরামর্শ দেওয়া হয়।

About banglarbarta.com

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …