ইউসুফ পাটোয়ারী লিংকন: চাঁদপুর শাহরাস্তি পৌর নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর প্রহল্লাদ চন্দ্র দে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার সকালে শাহরাস্তি হিন্দু বৌদ্দ খিষ্টানঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু সুভাশ চন্দ্র মাধু’কে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মোঃ মফিজুর রহমানের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
প্রহল্লাদ চন্দ্র দে বলেন আমার ওয়ার্ড হলো ভিআইপি এলাকা। এই ওয়ার্ডে আছে ১টা ডিগ্রি কলেজ, ১টি হাই স্কুল, একটি পাইমারি স্কুল, বিভিন্ন এনজিও প্রতিষ্টান, যেমন, ব্যাংক, ব্যুরো, বাংলাদেশ টি,এম,টি,এস,এস। মেয়র সাহেবের বাড়ি, মাননীয় এম,পি মহোদয় এলাকায় আসলে এখানেই থাকেন।এই ওয়ার্ড মোট ভোটার ২,৪৫৬ ভোট। পুরুষ ভোটার ১০২৩ আর মহিলা ভোটার ১০২৪ আর সাহপুর পম্চিম মহিলা ভোটার ২০৪ পুরুষ ভোটার ২০৪ জন।প্রার্থী প্রহল্লাদ চন্দ্র দে সকলের দোয়া চেয়েছেন।
Discussion about this post