মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র উদ্যোগে আলোচনা সভা ৩১শে মার্চ ২০১২ মুরগাবস্থ রাজধানী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র সভাপতি জুবায়ের আহম্মদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল খালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্স’র কান্ট্রি ম্যানেজার এ.এস.এম. নজরুল ইসলাম, ড. ছদিউল এস.এম. ইকবাল, বাংলাদেশ সমাজ কল্যান সমিতি’র সভাপতি আব্দুল কাদের মোল্লা, সাধারন সম্পাদক ময়নুল আল-ইসলাম, বাবু মিহির কান্তি লাল, মঈন ইসলাম। শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চন্দ্র মালাকার অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে শাহ্ আব্দুল করিম’র প্রতি স্মৃতিচারন করা হয়। শাহ্ আব্দুল করিম’র প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তব্য রাখেন আব্দুল খালেক চৌধুরী, এ.এস. এম নজরুল ইসলাম, আব্দুল কাদের মোল্লা, মোহম্মদ ইসমাইল, ড. ছদিউল এস.এম. ইসলাম, ময়নুল আল-ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভিবিন্ন ব্যান্ড, দেশাত্ববোধক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post