ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস ও ছাত্রলীগ মুক্ত করার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি ও ছাত্রলীগের সন্ত্রাস-লুটপাটের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
ফখরুল বলেন, “জনগণ জেগে উঠেছে। এ সরকারের পতন হবেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবোই করবো। তারপর যে নির্বাচন হবে তাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশকে সন্ত্রাস ও ছাত্রলীগ মুক্ত করবো।” তিনি বলেন, “এ সরকারের সময়ে দেশ দুর্নীতির আশ্রমে পরিণত হয়েছে। পদ্মাসেতুর কারণে বিশ্বব্যাংকও মুখ ফিরিয়ে নিয়েছে।”
“দুর্নীতি আড়ালের চেষ্টা চলছে” মন্তব্য করে ফখরুল বলেন, “যতো কৌশলই করুক। কোন কৌশলেই লাভ হবে না। সরকারের সময় হয়ে গেছে। ভেলকিবাজিতে কাজ হবে না। জনগণ জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে কুৎসা করে লাভ হবে না। মানুষের হৃদয়ে বিএনপি আছে।
এ সময় সরকার দুর্নীতি ঢাকতে নানা তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।
ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে পল্টন, দৈনিকবাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে ব্যাপক শোডাউন দেয় ছাত্রদল।
Discussion about this post