Home / দেশ / শিমরাইল গ্র্যাজুয়েট সোসাইটির উদ্যোগে কসবার গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

শিমরাইল গ্র্যাজুয়েট সোসাইটির উদ্যোগে কসবার গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ গত শনিবার (৮ মার্চ) সকালে আনন্দঘন পরিবেশে কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিমরাইল গ্র্যাজুয়েট সোসাইটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিমরাইল গ্র্যাজুয়েট সোসাইটির সভাপতি সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার ও মেহারী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন; শিমরাইল গ্র্যাজুয়েট সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে ৭ গুণীজন সংবর্ধনা, ৪০ মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান ও ১০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংবর্ধিত ৭ গুণীজন হলেন; সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর খান, ফরদাবাদ ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ সৈয়দ নূরুল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল হক খান, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপাক ডা. খাজা আহমেদ রাসেল, মরনোত্তর মেহারী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন ও বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের জোনাল অফিসার আবদুল ওয়াছেক মিন্টু।
এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দসহ শিমরাইর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About

আরও পড়ুন...

কুয়েতে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পঞ্চম বার্ষিকী

কুয়েতে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের পঞ্চম বার্ষিকী ২০২০-২০২১ এর গ্র্যান্ড ফাইনাল …

error: Content is protected !!