Home / দেশ / শিল্প ও সাংস্কৃতিক ভুবনে বাংলাদেশ ও প্রবাসের সুপরিচিত সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সূরকার ও গীতিকার জনাব নাদীম আহমেদ – এর সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে সাদর আমন্ত্রন

শিল্প ও সাংস্কৃতিক ভুবনে বাংলাদেশ ও প্রবাসের সুপরিচিত সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সূরকার ও গীতিকার জনাব নাদীম আহমেদ – এর সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে সাদর আমন্ত্রন

বরাবর-
পরিচালক, প্রধান সম্পাদক, সম্পাদক, বার্তাসম্পাদক, ফটোসম্পাদক এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক বার্তাসংস্থা ও ওয়েবসহ বিভিন্ন মিডিয়ার সকল প্রতিনিধি সমূহ।


বিষয়ঃ
সুপ্রিয় মহোদয়বৃন্দ,
অফুরন্ত শুভেচ্ছা নিন।
শিল্প ও সাংস্কৃতিক ভূবনে বাংলাদেশ ও প্রবাসের সুপরিচিত সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সুরকার ও গীতিকার নাদীম আহমেদ-এর সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠিত হবে ৯ই সেপ্টম্বর, রোববার, সন্ধ্যা ৭টায় ক্লাব সনমে (৩৫-১৫-৩৬ এভিন্যু, এস্টোরিয়া, নিউইর্য়ক, এনওয়াই ১১১০৬)। জনাব নাদীম আহমেদ কুইন্সের জ্যামাইকায় বসবাস করেন এবং প্রবাসে বাংলা সঙ্গীত চর্চা ও প্রসারে শিল্পী ও সংগীতানুরাগীদের জন্য সুর্দীঘ ২০ বছর যাবৎ সঙ্গীত রচনা, সঙ্গীত ধারণ ও প্রশিক্ষণ বিষয়ে অসামান্য অবদান রেখে চলেছেন। প্রচারবিমূখ এই প্রথিতযশা সঙ্গীতজ্ঞকে প্রবাসে বসবাসরত শিল্পী ও সাহিত্যিকদের সম্মিলিত আয়োজনে, এই প্রথম সার্বজনীনভাবে সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হবে। এই সংবর্ধনা অনুষ্ঠানের ২য় পর্বে, বিশিষ্ট সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রন।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ