Home / কুয়েত / শোক সভা ও দোয়া মাহফিল

শোক সভা ও দোয়া মাহফিল

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার, কামাল বাজার হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের কুয়েত প্রবাসী প্রাক্তন ছাত্রদের উদ্যোগে উক্ত স্কুলের মরহুম শিক্ষক শামসুদ্দিন আহমেদ ও আবু জফর কওসর আহমেদ এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

প্রাক্তন ছাত্র কুয়েত প্রবাসী ঋষি নাথের পরিচালনায় ও  আব্দুল আহাদের সভাপতিত্বে মরহুম শিক্ষক দ্বয়ের স্মৃতিচারণ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিলাল উদ্দিন,  প্রাক্তন ছাত্র সোহেল মালাকার, লিয়াকত মিয়া, শামীম আহমেদ ও ময়নুল ইসলাম সহ অনেকে।  

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  প্রবাসী সংগঠক শাহ্‌ নেওয়াজ নজরুল, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম, মাসুদ করিম, ইকবাল সিকদার, বাংলাটিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, আশিক মিয়া, লিটন আমিন ও সুজিত নাথ।
শেষে মরহুম শিক্ষক দ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ। 

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!