Home / কুয়েত / শ্রমীকদের বিভিন্ন সম্যাসা সমাধানে দুতাবাসকে সহযোগিতা করায় ম্যানেজার,স এসোসিয়েশন কুয়েত’র নেতৃবৃন্দের প্রতি ভূয়সী প্রশংসা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বাংলাদেশ দুতাবাসের প্রথম শ্রম সচিব কে এম আলী রেজা

শ্রমীকদের বিভিন্ন সম্যাসা সমাধানে দুতাবাসকে সহযোগিতা করায় ম্যানেজার,স এসোসিয়েশন কুয়েত’র নেতৃবৃন্দের প্রতি ভূয়সী প্রশংসা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বাংলাদেশ দুতাবাসের প্রথম শ্রম সচিব কে এম আলী রেজা

কুয়েতে অসংখ্য কোম্পানি রয়েছে, যেখানে কর্মরত আছে লাখো বাংলাদেশী। সেসব কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা ও ম্যানেজারদের সমন্নয়ে ঘঠিত কুয়েতের অন্যতম সংগঠন ম্যানেজার,স এসোসিয়েশন-কুয়েত। এই সংগঠনের নব-নির্বাচিত কমিটি কর্তৃক সালামিয়াস্থ কুয়েত প্যালেস হোটেলে সুধী সামাজের সম্মানার্থে  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমীক কল্যানে দূতাবাসকে সহযোগিতা করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ভূয়সী প্রশংসা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাসার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হোসেন উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতীর শান্তী কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন...

কুয়েত বিএনপির কাউন্সিল ১লা জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক: বাংলার বার্তাঃ দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা,জলপ্না-কলপ্নার অবশান ঘটিয়ে আগামী নতুন বছরের ১লা জানুয়ারি ২০২১ বাংলাদেশ …

error: Content is protected !!