ওসি কে এম নজরুল ইসলামশ্রীমঙ্গলের সকলকে কাঁদিয়ে দিরাই থানায় যোগদান করলেন মানবিক ওসি নজরুল । ৮ মে ২০১৯ সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন কে এম নজরুল ইসলাম। এর আগে শ্রীমঙ্গল থানার দায়িত্ব পালন করেন ওসি কে এম নজরুল। সেখানে ভাল কাজের দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তার পুরাতন কর্মস্থল ছেড়ে চলে যাওয়া যেন কোন ভাবেই মানতে পারছে না শ্রীমঙ্গলবাসী। আর তাই বিদায় বেলায় যেন সবাইকে কাঁদতে হলো মানবিক ওসির জন্য। আবেগঘণ মুহুর্তে মানুষের অশ্রুসিক্ত ভালবাসা দেখে নিজেও কেঁদে ফেলেন ওসি নজরুল। এ সময় তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ত্রুটিবিচ্যুতির জন্য এবং নতুন কর্মস্থল দিরাই এলাকার সকলের নিকট দোয়া ও সহযোগিতা চান তিনি। উল্লেখ্য, ওসি কে এম নজরুল শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে একের পর এক ভাল কাজ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেন। অল্প দিনেই এলাকার প্রতিটি মানুষের কাছে আলোকিত অফিসার ইনচার্জ হিসাবে সুনাম অর্জণ করেন। অসহায় মানুষকে সাহায্য করার মাধ্যমে সকলের নিকট নয়নের মণি হিসাবে জায়গা করে নেন কে এম নজরুল। এ জন্য শ্রীমঙ্গলে ব্যাপক সুনামের সাথে দিন পার করছিলেন তিনি। এলাকার নগেন্দ্র জানান ওসি সাহেব গরিব ও অসহায়দের বন্ধু ছিলেন। তিনি প্রতিশ্রুতির দুই দিনে এক অসহায় পরিবারকে নতুন ঘর বানিয়ে দিয়ে ভালবাসায় সিক্ত হন ।থানায় গিয়ে সাধারণ মানুষ মন খুলে কথা বলতে পারে। এ ছাড়া অত্র এলাকায় চুরি, ডাকাতি সহ অনান্য অপরাধ নিয়ন্ত্রণে তিনি ছিলেন অগ্রনায়ক। শ্রীমঙ্গলে গুরুত্বপূর্ণ প্রতিটা স্থানে বসিয়েছেন সিসি ক্যামেরা। আর তাইতো উর্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যাপক সুনাম অর্জণ করেন ওসি কে এম নজরুল।
Discussion about this post