কুয়েতে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে, এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছর ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। স্থানীয় দৈনিক আরব টাইমস এ আল আনবার বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়।
দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেয়া এ সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে।
শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং আকামা নবায়ন হবে না। তবে যাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে তাঁরা এই আইনের আওতায় পরবে না।
রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগ ওই প্রবাসীদের প্রস্থানকাল নির্ধারণ করবে । কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।
Discussion about this post