Home / দেশ / সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ আইএসপিআরের

সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ আইএসপিআরের

ঢাকা  ২৪ জানুয়ারি  : সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে তথ্য-উপাত্তের সূত্র হিসেবে সেনাসদরের নাম ব্যবহার করা হচ্ছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এটা উচিত নয়। আইএসপিআর আরও জানিয়েছে, সেনাসদস্যদের নাম উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে, সেগুলো সঠিক ও দ্রুত তদন্তের স্বার্থে প্রকাশ করা সমীচীন নয়। ১৯ জানুয়ারি সেনা সদরের পক্ষ হতে প্রেস ব্রিফিং করে ঘটনার বিবরণ তুলে ধরা হয়।

কিন্তু সোমবার ২৩ জানুয়ারি দুটি পত্রিকায় শৃঙ্খলা ভঙ্গের কারণে একজন সেনাসদস্যের শাস্তির বিষয়টি ছবিসহ প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ কর্মরত সেনাসদস্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ জন্য সব সংবাদমাধ্যমকে সেনাবাহিনী ও সেনাসদস্য-সম্পর্কিত সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ করেছে আইএসপিআর।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …