সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনালের প্রথম একক মিউজিক ভিডিও প্রকাশ হল শনিবার রাতে। ঈদ উপলক্ষে শ্রোতা ও দর্শকদের জন্য তার এই উপহার।
চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা কোনাল এরইমধ্যে সঙ্গীত অঙ্গনে নিজের অবস্থান করে নিয়েছেন।
নিজের সাধনা, যোগ্যতা, মিষ্টি চেহারা ও মধুর কণ্ঠে জয় করে নিয়েছেন শ্রোতাদের মন।
চলচ্চিত্র, মিক্স, এবং বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
দীর্ঘ চার বছর পার করে সম্প্রতি নিজের দ্বিতীয় একক অ্যালবামের কাজ গুছিয়ে আনেন তিনি। তবে এই অ্যালবাম প্রকাশের আগেই নতুন একটি ভিডিও চমক নিয়ে এসেছেন কোনাল।
‘মন’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফি করেছেন শিব শর্মা।
ভিন্ন আয়োজনে ভিডিওটিতে অন্যরকম এক কোনালকে আবিষ্কার করা যায় নিঃসন্দেহে। এর গল্পেও রয়েছে নতুনত্ব।
Discussion about this post