হাকিকুল ইসলাম খোকন, বাপসনিঊজ: শিল্প ও সাংস্কৃতিক ভূবনে বাংলাদেশ ও প্রবাসের খৎাতিমান ও সুপরিচিত সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সুরকার ও গীতিকার নাদীম আহমেদ-এর সার্বজনীন সংবর্ধনা হবে ৯ই সেপ্টম্বর, রোববার, সন্ধ্যা ৭টায় ক্লাব সনমে (৩৫-১৫-৩৬ এভিন্যু,এস্টোরিয়া,নিউইর্য়ক,এনওয়াই-১১১০৬)। খবর বাপসনিউজ। বাংলাদেশের প্রথিতযশা বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ নাদীম আহমেদ কুইন্সের জ্যামাইকায় বসবাস করেন এবং প্রবাসে বাংলা সঙ্গীত চর্চা ও প্রসারে শিল্পী ও সংগীতানুরাগীদের জন্য সুর্দীঘ ২০ বছর যাবৎ সঙ্গীত রচনা, ধারণ ও প্রশিক্ষণ বিষয়ে অসামান্য অবদান রেখে চলেছেন। প্রচারবিমূখ এই প্রথিতযশা সঙ্গীতজ্ঞকে প্রবাসে এই প্রথম সার্বজনীনভাবে সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হবে। প্রবাসে বসবাসরত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি , লেখক, সংগঠক, বুদ্ধিজীবি, রাজনৈতিক, বিশিষ্ট ব্যক্তির্বগ ও কলাকুশলীদের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের ২য় পর্বে, প্রবাসের বিশিষ্ট সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ-আপ্যায়ন অনুষ্ঠিত হবে। বস্টন থেকে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স এবং সাধারন সম্পাদক, লেখক ও বাপসনিঊজ বিশেষ সংবাদদাতা তরুন বড়ূয়া শিল্পী নাদীম আহমেদকে “কনগ্রেচ্যুলেট” করেন। উক্ত অনুষ্ঠানে সকল প্রবাসী সাদরে আমন্ত্রিত বলে আয়োজকরা বাপসনিউজকে জানিয়েছেন।
Discussion about this post