সময়মতো ট্রেন না ছাড়ায় আজ বৃহস্পতিবার সকালে জয়দেবপুর জংশনে প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে যমুনা ও তুরাগ এক্সপ্রেসের বিক্ষুব্ধ যাত্রীরা। এ পরিস্থিতির মধ্যে ঢাকার সাথে মংমনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধের উপক্রম হয়। অবরোধ চলাকালেই ঢাকামুখী লালমনি এক্সপ্রেস জয়দেবপুরে পৌঁছে সেখানেই আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন এ ট্রেনের যাত্রীরাও। পরে রেল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় কর্মকর্তারা যাত্রীদের সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় তুরাগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
আরও পড়ুন...
চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। ভোক্তাদের মাঝে শিক্ষা ও …