সময় নিউজ ২৪ ডট কম’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সময় নিউজ ২৪ ডট কম’র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে”-এ স্লোগানকে ধারণ করে সফলতার সঙ্গে একটি বছর পার করেছে সময় নিউজ ২৪ ডট কম । এর ভেতর দিয়ে পত্রিকাটি সংবাদ ইতিহাসেও বিশেষ জায়গা দখল করে নিল। এত স্বল্প সময়ে বিপুল পাঠকপ্রিয়তার চূড়ায় এদেশের আর কোনো অনলাইন পত্রিকা আরোহণ করতে পারেনি। সময় নিউজ ২৪ ডট কম’র প্রথম বর্ষপূর্তিতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেছেন। হাটি হাটি পা পা করে আজ সময় নিউজ ২৪ ডট কম আপনাদের ভালবাসায় ও সহযোগিতায় এক বছর অতিক্রম করেছে। এই এক বছরে অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে আজ আমরা আপনাদের ভালবাসায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মনের সুখে ভাসাইলাম তরী কুল কিনারা ছাড়া , ও ভাই তোরা দে ইশারা পাড়ে আছিস কারা এই কথাটির সাথে ছিল আমাদের শুরুর অনেকটা মিল। আসলে আমরা শুরুর সময় ভাবিনি আমাদের তরী কোথায় গিয়ে ভিড়বে। তবে আমরা এখন ও জানিনা কোথায় ভিড়বে আমাদের তরী। তবু বুকভরা সাহস ও বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস আপনাদের ভালবাসা আর সহযোগিতা সবসময় আমাদের সাথে থাকবে। আমাদের রয়েছে এক ঝাঁক তরুন সাংবাদিক। যারা দিন-রাতের কাছে হার না মেনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। সময় নিউজ ২৪ ডট কম দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, বর্নাঢ্য শোভাযাত্রা, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করন, আলোচনা সভা ইত্যাদি। কেক কাটা এবং অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে বর্ষপুর্তি অনুষ্ঠানের ইতি টানা হয়।
বার্তা প্রেরক: নজরুল ইসলাম, ব্যাবস্থাপনা সম্পাদক, সময় নিউজ
Discussion about this post