সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামের সংঘর্ষে অন্ততঃ ২০ ব্যক্তি আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ১৩ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আঃ হাসিমের পুত্র মোবারক ও কাচারী পাড়া এলাকার জারু মিয়ার পুত্র জীবনের মধ্যে প্রথমে বাক বিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে দেশীয় অস্রে সজ্জিত হয়ে দুই গ্রামের সহস্রাধিক দাঙ্গাবাজ উপজেলা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে চলে ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া। আতঙ্কে প্রাতঃ বাজার ও বিকাল বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দূর দূরান্ত থেকে আগত পথচারীরা ছুটাছুটি করতে গিয়ে আহত হয়। সংঘর্ষ চলাকালে বিকাল বাজারের ৭/৮টি দোকান ভাংচুর করেছে দাঙ্গাবাজরা। পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের পাশা পাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ৪১ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারসেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতে উভয় গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ১৩ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবস উদযাপিত
বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে …