Home / কুয়েত / সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময়

sonamকুয়েতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় তাদের নিজ এলাকায় হতদরিদ্র গরিব দুঃখি মানুষের কল্যাণে ও সমাজ উন্নয়নে বিগত দুই বছরে যেসকল কার্যক্রম করেছেন এর সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন সাংবাদিকদের কাছে।

সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানূর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নতুন কমিটির আহ্বায়ক মাসুক কবির এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্তিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাক আলী ফেরদৌস, উপদেষ্টা মাসুক কবির, আব্দুল জলিল, করম আলী, শফিকুজ্জামান, সহ সভাপতি আকতারুজ্জামান, সফিক উদ্দিন, মঈন উদ্দিন, ছুরুক মিয়া, আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক মুতাছির আলী, সহ সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সম্মানিত সদস্য সেলিম উদ্দিন, আলা উদ্দিন সহ আরও অনেকে।
সে সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আ.হ জুবেদ প্রমুখ।

এই সমিতি কুয়েতের পাশাপাশি দেশে সুনামগঞ্জে হতদরিদ্র মানুষের বিভিন্ন সমস্যায় আর্থিক সহযোগিতা করে আসছেন। এর মধ্যে গরীব পরিবারের মেয়ে বিয়ে, চিকিত্সা সহ মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করেছেন বলে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী জানান।

আরও পড়ুন...

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট -ভিসা ও সোনালী ব্যাংকের কার্যক্রম ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট -ভিসা ও সোনালী ব্যাংকের সকল কার্যক্রম ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর …