সাংবাদিক আল আমিন রানার কন্যা সন্তান সাইবা সাবরিন শিশির এর প্রথম জম্মদিন আজ : ১৪ই সেপ্টেম্বর ২০১৪ সালের এই দিনে জম্ম নিয়েছেন আমাদের সবার প্রিয় কুয়েত প্রবাসী উদ্দীয়মান সাংবাদিক বাংলার বার্তার বিশেষ প্রতিনিধি,বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত”র সাংগঠনিক সম্পাদক,দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি,অগ্রদৃষ্টি অনলাইন টিভি’র অন্তজর্াতিক প্রতিনিধি আল আমিন রানার দ্বিতীয় কন্যা সন্তান সাইবা সাবরিন শিশির। প্রথম জন্মদিনে বাংলার বার্তার পক্ষ থেকে জানাই জম্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । শুভ হোক তোমার প্রতিটা দিন , সফলতা যেন অটুট থাকে তোমার প্রতি মুহূর্ত এই শুভ কামনা জানিয়ে বলছি শুভ জম্মদিন সুন্দর হোক আপনার ভবিষ্যৎ পরিক্রমা…… নাম : সাইবা সাবরিন ( শিশির )
পিতা : আল আমিন রানা ,মাতা : মিসেস মারর্জিয়া আক্তার ( শাপলা ) ইতিহাস ঐতিহ্যের লীলা ভূমি নারায়ণগজ্ঞ জেলার সোনারগাঁও থানা লক্ষীবরদী পোষ্ট অফিস ভিটি পাড়া গ্রামের তরুণ প্রতিবাভান সাংবাদিক আল আমিন রানার ২য়,সন্তান সাইবা সাবরিন শিশির ২০১৪ সালের ১৪ই সেপ্টেম্বর এই দিনে জম্মগ্রহণ করেন । সাংবাদিক আল আমিন রানা বর্তমানে কুয়েতে অবস্তান করছেন । প্রথম পুত্র সন্তান দ্বিতীয় কন্যা সন্তানের
বাবা হন ।
Discussion about this post