ইতালি প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ইতালি প্রবাসী সাংবাদিকরা।
রাজধানী রোমে বাংলা প্রেস ক্লাব ইতালি এবং জাতীয় অনলাইন প্রেসক্লাব যৌথ উদ্যোগে এই মানববন্ধন করে। সাংবাদিকরা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানায়। তারা বলেন,শুধু জামিন নয় তার বিরুদ্ধে আনীত মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাকে নির্যাতনকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মানববন্ধনে বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন,জুমানা মাহমুদ,মেহনাস তাব্বাসুম শেলীসহ ইতালিতে কর্মরত মূলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন, একজন সাহসী সাংবাদিক হিসেবে রোজিনা ইসলাম স্বীকৃত। তার বিরুদ্ধে এ ধরনের মামলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন, ইউরোপ প্রবাসীর সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়
Discussion about this post