মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি-
গতকাল বুধবার দুপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ অধ্যক্ষ এ.কে.এম. মফিজুর রহমান তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১২ইং এর কেন্দ্র দাউদকান্দি-৩ ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ কেন্দ্রে কুমিল্লা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকার ক্রমিক নং-৫৬, জেলার ৫৭টি কলেজ কেন্দ্রের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাড়া সবকটি কলেজেই আসন বণ্টন রয়েছে। সকল কলেজের ভেন্যু কেন্দ্র দিয়ে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু দাউদকান্দি পৌরএলাকায় কলেজ, কেন্দ্র থাকা সত্বেও বোর্ড কর্তৃপক্ষ পৌরসদরে ভেন্যু কেন্দ্রের আসন ব্যবস্থা করে নাই। ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের ৩২৬ জন পরীক্ষার্থীদেরকে ৮/১০ কিঃমিঃ দূরে গৌরীপুর সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় যানজট লেগে থাকে ও সড়ক দূর্ঘটনার সম্মুখীন হয়ে পরীক্ষার্থীদের ক্ষতির আশংকা রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও লোকাল প্রশাসন এরকম বৈষম্যমূলক আচরনের জন্য ৩২৬ জন পরীক্ষার্থীর অভিবাবক বৃন্দের স্বাক্ষর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল নাসেরের নিকট কলেজ কর্তৃপক্ষ ভেন্যু কেন্দ্র বহাল থাকার জন্য আবেদন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল নাসেরের সাথে মুঠু ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গৌরীপুর সরকারী কলেজ, হাসানপুর সরকারী কলেজ ও ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ কর্তৃপক্ষের টানাপড়নের কারনে আবেদন পাওয়ার পরও বোর্ড কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করিনি। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পৌরসভার ভিতরে ভেন্যু কেন্দ্র স্থাপন করার দাবি জানান
Discussion about this post