নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে রবিবার দিবাগত রাতে ১টি পিস্তল ও ২টি বড় আকারের চাকুসহ ছিনতাইকারি সন্দেহে দুই যুবক আটক হয়েছে। সান্তাহার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারন রুহুল আমিন ঢালী ওরফে রুহুল ঢালী নেতৃত্ব দিয়ে রাত প্রায় সোয়া একটার দিকে ওই দুই সশস্ত্র যুবককে স্টেশনের ২ নং প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় আটক করে। আটক দুই যুবক হল দিনাজপুরের বিরামপুর থানার শিমুলতলী গ্রামের ইউসুফ আলীর ছেলে আকাশ (১৮) ও ইসলামপুর গ্রামের গোপাল ¯¦র্ণকারের ছেলে গৌতম ¯¦র্ণকার (১৮)। এদিকে অস্ত্রসহ ছিনতাইকারি আটকের খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্টেশনে অবস্থানরত শত শত বিক্ষুদ্ধ যাত্রীরা ঘিরে ধরে এবং ছিনতাইকারিদের মারপিট করার জন্য চড়াও হয়। পরে শহর পুলিশ ফাঁড়ীর টিএসআই এসে আটক যুবকদের হাতকড়া পরানোর পর হাজির হয় জিআরপি থানার অফিসার ইনচার্জ। রাত সোয়া ২টার দিকে জিআরপি পুলিশ ছিনতাইকারি সন্দেহে আটক ২ যুবককে গ্রেফতার এবং অস্ত্র আইনে মামলা করে। সোমবার সকালে তাদের জিআরপি পুলিশ বগুড়ার আদালতে পাঠিয়েছে। জিআরপি থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে উদ্ধার করা পিস্তলটি খেলনা পিস্তল। এটি সিগারেট জ্বালানোর লাইটার হিসাবেও ব্যবহার করা যায় বলে জানান।
Discussion about this post