মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ ভোলার কৃতি সন্তান, বি.এন.পি’র প্রতিষ্ঠাতা সদস্য, ৬ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাহজান’র মৃত্যুতে ভোলা ও কুয়েত প্রবাসী’রা গভীর শোকাহত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি, ফরওয়ানিয়া প্রদেশ (দক্ষিন) কুয়েত’র উদ্যোগে ১০ মে ২০১২ইং আল-আরাফাহ হজ্জ কাফেলা, হাসাবিয়া শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। কুয়েত বি.এন.পি ফরওয়ানিয়া প্রদেশের (দক্ষিন) সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাওলানা ইমরান হোসেন ভুইয়া’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থি ছিলেন বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বি.এন.পি ফরওয়ানিয়া প্রদেশ (দক্ষিন) কুয়েত’র সভাপতি আনোয়ার হোসেন মৃধা, মোঃ শাহজাহান, আব্দুল লতিফ, মোঃ ফারুক, আল-মামুন, মোঃ ইব্রাহিম, হুমায়ন কবির, জামাল খন্দকার, আলম মাতাব্বর, জাহান রাজীব প্রমুখ। এ ছাড়া বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোশাররফ হোসেন শাহজাহান’র মৃত্যুতে কুয়েত প্রবাসী সহ ভোলা অঞ্চলের জনগন মর্মাহত এবং শোকাহত পরিবার বর্গকে গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।
Discussion about this post