Home / দেশ / সিলেট নগর ভবনের ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নগর ভবনের ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেট সিটি কর্পোরেশনের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ২০ মিনিটে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণে ব্যয় হবে ১০ কোটি ৭৯ লাখ টাকা। একই স্থানে তিনি সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসময় তার সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন কামরানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কুমারগাঁওয়ের দেড়শ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৮৭৮ কোটি ৯৯ লাখ টাকা। প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই প্রকল্পের কাজে ব্যয় হবে ৫ হাজার ৪০৯ কোটি টাকা। কারখানাটি নির্মাণ হলে প্রতিদিন ১ হাজার ৭৬০ মেট্রিক টন করে বার্ষিক ৫ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া এবং প্রতিদিন ১ হাজার মেট্রিক টন হিসাবে বছরে ৩ লাখ ৩০ হাজার টন অ্যামোনিয়া সার উৎপাদিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহজালাল সার কারখানা নির্মাণের জন্য সম্প্রতি চীন এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে চীন সরকার এবং চীনের এক্সিম ব্যাংক মোট ব্যয়ের ৭০ শতাংশ ঋণ দেবে। যা প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা। অবশিষ্ট ১ হাজার ৪২৩ কোটি টাকা বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দেবে। অবশ্য সার কারখানাটি চীন-বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হলেও প্রযুক্তিগত কারিগরী সহায়তা দেবে আমেরিকা এবং নেদারল্যান্ড। এর নির্মাণ কাজ ২০১৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা। সার কারখানার ভিত্তিপ্রস্তর শেষে তিনি ফেঞ্চুগঞ্জের ৯০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল পৌনে ১০ টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল গ্যাস সার কারখানার মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। প্রধানমন্ত্রীকে হেলিপ্যাড গ্রাউন্ডে ৭ জন সিনিয়র আওয়ামী লীগ নেতা রিসিভ করেন। এরপর প্রধানমন্ত্রী শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্ট শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং মোনাজাত করেন। এসময় সংশ্লিষ্ট প্ল্যান্টের কর্মকর্তাসহ কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে সিলেট সার্কিট হাউজে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দুপুরে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী বিকেল ৩টায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে ১৪ দলের সমাবেশে ভাষণ দেবেন। এ জনসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।’

About

আরও পড়ুন...

ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় বিদেশগামী কর্মীরা

কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় অগ্রাধিকার প্রাপ্ত বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। iপ্রবাসী কল্যাণ ও …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ