নাজমুল হুদা মানিক, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ শহরের কেবিআই রোডে অবস্থিত সুর্যকান্ত হাসপাতাল (এসকে হাসপাতাল। এর সরকারী কোয়াটারের বাইরে ঘড়ে উঠেছে অবৈধ টিনসেড বাসা। এ সব বাসার ভাড়া আদায় করছে এসকে হাসপাতালের এক শ্রেনীর স্বার্থনেষী মহল। এসকে হাসপাতালের নিয়ন্ত্রনকারী কর্তপ এসবের কোন কিছুই জানেনা বলে জানাগেছে। জানাগেছে, সরকারী কোয়াটারের বাইরে ৪০টির মত টিনেসেড রয়েছে। সরকারী কোয়াটারে স্টাফ নার্স ও কর্মচারীরা থাকলেও অবৈধ ভাবে ঘড়ে উঠা এসব বাসায় হাসপাতালের তেমন কোন লোকজন থাকেনা। প্রতিমাসে এসব বাসা থেকে ২ হাজার টাকা করে বাসাভাড়া নেয়া হচ্ছে । তবে এসব ভাড়ার টাকা সরকারী কোষাগারে জমা হয়না। হাসপাতালের সর্দার মো: চাঁন মিয়া, ওয়ার্ড মাষ্টার মো: মিরাশ উদ্দিন এসব ভাড়ার টাকা উঠাচ্ছেন বলে জানাগেছে। অভিযোগ রয়েছে, এসব বাসাকে কেন্দ্র করে মাদক ব্যবসার আস্তানা ঘড়ে উঠেছে। পাশাপাশি হাসপাতালের বাইরে কেবিআই রোডে ঘড়ে উঠা দোকান থেকেও মাসে ৫শত টাকা করে ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও হাসপাতালের কুক পলাশ রান্না না করে অন্যদের দিয়ে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।
Discussion about this post