সূধীজনের সম্মানার্থে Bangladeshi Expatriate Businessmen Association বিবা’র ইফতার মাহফিল
আগস্ট ৩, ২০১৩
কুয়েত
215 Views
কুয়েত প্রতিনিধি জিল্লুর রহমানঃ কুয়েত প্লাজা হোটেলে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী’র সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক আকবর হোসেন এর সঞ্চালনায় স্বাগতীক বক্তব্য দেন জাফর আহমেদ চৌধূরী। বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস সচিব এম.এ. জলীল, মুকাই আলী লুৎফর রহমান, আতাউল গনি মামুন, হাজী জোবায়ের আহম্মেদ, বিমানের কান্ট্রী ম্যানেজার দেবাকর দেয়ানজী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ্যে দোয়া করা হয়। অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী ব্যাবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সূধী জনেরা উপস্থিত ছিলেন।
ভিডিওঃ একুশে টিভিতে প্রচারিত সংবাদ রিপোর্ট মঈন উদ্দিন সরকার সুমন একুশে টিভি কুয়েত প্রতিনিধি