সেনবাগ প্রতিনিধি/ নোয়াখালী ওয়েব|: সেনবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম রোববার রাতে এএসআই আব্দুল হান্নানকে সাময়িক বরখাস্ত করেন। ২১ জুলাই সোমবার সকালে তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।পুলিশ সুপার কর্যালায় থেকে জানা যায়, উপজেলার নম্বর কাদরা ইউনিয়ন থেকে ১৬ জুলাই (মঙ্গলবার) এএসআই আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাই পথে আনা জিরাসহ ৩২ বস্তা মসলা জাতীয় পণ্য বোঝাই দু’টি পিকআপ ভ্যান আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নিয়ে এসব পণ্যসহ গাড়ি দু’টি ছেড়ে দেন এএসআই আব্দুল হান্নান। বিষয়টি জানতে পেরে ১৯ জুলাই (শুক্রবার) এ ব্যাপারে তদন্তের জন্য নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ, কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রহমান ও বেগমগঞ্জ সার্কেল এএসপি কাজী এহসানুল কবিরকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় রোববার রাতে (২১ জুলাই) এএসআই আব্দুল হান্নানকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post