বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করেছেন মাসুদ পারভেজ [সোহেল রানা]। ব্যক্তিগত কারণ আর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র প্রেরণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমি সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করেছি। চিকিৎসক আমাকে কমপক্ষে দুই সপ্তাহ সম্পূণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আমার পে কাজ করা সম্ভব নয়। তাই দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে আমি পদত্যাগ করেছি। মাসুদ পারভেজ শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করলেও অনেকে মনে করছেন সরকারের সঙ্গে দূরত্ব তৈরির কারণেই সেন্সর বোর্ড থেকে সরে দাড়িয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর প্রথমে প্রযোজক এবং পরে ‘সোহেল রানা’ নামে অভিনয় শুরুও পর চলচ্চিত্রাঙ্গনে বেড়ে যায় তার ব্যস্ততা। সত্তর ও আশির দশকের তুমূল জনপ্রিয় এ নায়ক রাজনীতির সঙ্গে প্রত্যভাবে জড়িত না থাকলেও তিনি সবসময়ই ছিলেন আওয়ামী লীগের ঘোর সমর্থক। বছর দুয়েক হলো তিনি প্রত্য রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগের বহু অনুষ্ঠান আর সভা-সমাবেশে তাকে দেখা যায়। স্থগিত হওয়া ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে উত্তরের মেয়র হিসেবে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সরকারী দল থেকে মূল্যায়ন না পাওয়ায় প্রেসিডিয়াম সদস্য হিসেবে যোগ দেন এরশাদের জাতীয় পার্টিতে। এতে সরকারী দল আওয়ামী লীগ নের্তৃবৃন্দের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে মাসুদ পারভেজ তা এড়িয়ে যান। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে কেবল সেন্সর বোর্ড থেকে নয়; চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি পদ থেকেও আমি অব্যাহতি নিতে চেয়েছিলাম। সেই সিদ্ধান্ত থেকে আমি সরে এসেছি সমিতির প্রিয় সদস্যদের অনুরোধে। মাসুদ পারভেজ আরো বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের সময় সদস্যদের আমি কিছু প্রতিশ্র“তি দিয়েছিলাম। এইসব প্রতিশ্র“তির সম্পূর্ণ বাস্তবায়ন করা এখনো সম্ভব হয় নি। তাই আমার মনে হয়েছে প্রতিশ্র“তি পূরণ না করে পদত্যাগ করাটা হবে সদস্যদের সঙ্গে একধরনের প্রতারণা। তাই অসুস্থতার কারণে আমি সমিতি থেকে লম্বা ছুটি নিয়েছি। আমার অবর্তমানে সমিতির সিনিয়র সহ-সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করবেন। আশা করছি সম্পূর্ণ হয়ে উঠার পর আবার আমি সভাপতির দায়িত্ব পালন করবো । মাসুদ পারভেজ তার সুস্থতার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার এবং দর্শক-ভক্তদের দোয়া কামনা করেন।
Discussion about this post