এ এস খান, ষ্টকহোম- বিগত ১৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্ম বাষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১২ উপলক্ষে বিকাল ৪টায় সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রষ্ট্রদুত জনাব এ এফ এম গওসোল আজম সরকার এর সভাপতিত্বে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও তরজমা করেন জনাব মাসুদুর রহমান। এর পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপিতির বানী পাঠ করেন রাষ্ট্রদূত নিজে এবং প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর জনাব খন্দকার মাসুদুল আলম। পরে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সর্ব জনাব আতাউর রহমান, দেলোয়ার হোসেন, ডঃ ফরহাদ আলী খান, জাহাঙ্গীর কবির, কাজী গোলাম আম্বিয়া ঝন্টু, সামসুদ্দিন আহমেদ খেতু মিয়া এবং সবশেষে আলোচনা করেন জনাব এ এফ এম গওসোল আজম সরকার। আলোচনা শেষে নাচ-গান ও ছড়া পরিবেশন করে অনিসা, ভুমিকা, পুর্নিমিা, অনিমা, প্রিতম, কাকন এবং জনপ্রিয় ছড়া গান আজ আমাদের ছুটি পরিবেশন করে অদ্রি ও প্রিয়তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জনাব খন্দকার মাসুদুল আলম।
Discussion about this post