আব্দুল্লাহ্ আল মানসুর, (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
প্রশাসন ও স্থানীয় সিটি কর্পোরশনের কাউন্সিলর সোহেলের চোঁখ কে ফাঁকি দিয়ে কুমিল্লা মহানগরীর সংরাইশ ও সুজানগরে অবাধে জমজমাট ভাবে চলছে মাদক ব্যবসা। এলাকা দুটো সীমান্তবর্তী হওয়া সুজানগরের রফিক মিয়ার ছেলে কালু মিয়া সহজেই তাহার এলাকা সংরাইশে মাদক বিক্রি করছে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই পুরো সংরাইশ সুইপার কলোনী ও সুজানগর যেন মাদকের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে ওঠে। সেখানে গেলে শুধু যুবক মাদক সেবীদের দেখা মিলে না, দেখা মিলে কিশোর তরুন মাদক সেবীদেরও। কালু মিয়া মাদক স¤্রাট হিসেবে পরিচিতি নয়,তাহার সাথে যুক্ত হয়েছে তার সহযোগী মাদক ব্যবসায়ী ড্রাইভার রুবেল, মাসুম, ড্রাইভার সামাদ এরা সবাই সুজানগর ও সংরাইশ এলাকার। স্থানীয় কাউন্সিলর এর সাথে এই ব্যাপারে কথা বললে তিনি জানান-আমার নিকট মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোন প্রকার কেউ অভিযোগ দেয়নি, তার পরও আমি বিষয়টি বিবেচনা পূর্বক মাদক ব্যবসায়ীদের প্রতি আইনগত ব্যবস্থা নিব। এ ছাড়াও সুজানগর ও সংরাইশের পাশে রয়েছে পুলিশ ফাঁড়ি। পুলিশের চোঁখ কে ফাঁকি দিয়ে মূলত মাদক ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। শীঘ্রই যেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তারই দাবি করছেন সাধারন জনগন।
Discussion about this post