সাহাদুল সুহেদ, স্পেন: স্পেনে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাদ্রিদে অভিবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা ও করোনা মোকাবেলায় করণীয় প্রসঙ্গ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও দুইটি মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্পেনের মানবাধিকার সংগঠন ‘রেড ইন্টার লাভাপিয়েস’, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’ এবং স্বাস্থ্য কেন্দ্র (সেন্ত্র সালুদ) এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সম্প্রতিসময়ে করোনায় উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করা হয়।
রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস ও ভালিয়ান্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও করোনা মোকাবেলায় নানা দিকনির্দেশনা দেন মাদ্রিদ সেবা কেন্দ্রের প্রধান কারমেন সুফেদা, সেন্ত্র মাদ্রিদের আনা লঙ্গোরিয়া ও লাভাপিয়েস স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার নাতালিয়া। এসময় তারা স্পেনে করোনার দ্বিতীয় ধাপের আগমন নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। আলোচকরা স্থানীয় বাংলাদেশিদেরকে করোনা ভাইরাস সম্পর্কে আরো সচেতন করার জন্য উপস্থিত বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান।
এসময় বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, ভালিয়ান্তে বাংলা’র সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, আফরোজা রহমান, মানিক মিয়া, অজগর মিয়া প্রমূখ।
Discussion about this post