শেখ এহছানুল হক খোকন, কুয়েত ঃ বাংলা নববর্ষ ১৪১৯ বঙ্গাব্দের বর্ষবরণ উপলক্ষে “স্বরলিপি শিল্পী গোষ্ঠী” কুয়েত’র উদ্যোগে (২০শে এপ্রিল) কুয়েতস্থ খাইতান অঞ্চলে কারমেল স্কুল মিলনায়তনে বৈশাখী সন্ধ্যা’র আয়োজন করা হয়। সাতটি পর্ব দিয়ে সাজানো হয় অনুষ্ঠানকে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি মঞ্জুর মোল্লা। উদ্ভোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ ইউ.এ.ই. এক্সেচেঞ্জ’র চীপ ম্যানেজার দারি মোহাম্মদ আল মাহারাব। আরো উপস্থিত ছিলেন এ.এইচ.এম. নজরুল ইসলাম কান্ট্রি ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিঃ, ড: শাহজাহান বিশিষ্ট ব্যক্তিত্ব, খালেদ আহমেদ চৌধুরী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কুয়েত ফিন্যানসিয়াল সেন্টার, জাফরুজ্জামান লাল বিশিষ্ট ব্যক্তিত্ব, হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান কুয়েত বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি, আল-আমিন চৌঃ স্বপন সম্পাদক পদক্ষেপ, আব্দুল কাদের মোল্লা সভাপতি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, খোরশেদ রফিক রাজা পাটোয়ারী সভাপতি রঙধনু সাংস্কৃতিক অঙ্গন প্রমুখ। আরো বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কবি, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের কলাকৌশলীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।উদ্ভোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন হযরত আলী মল্লিক সাধারণ সম্পাদক স্বরলিপি শিল্পী গোষ্ঠী, শেখ এহছানুল হক খোকন’র সঞ্চালনে ক্রেষ্ট প্রদান পর্বে দাড়ি মোহাম্মদ আল মাহারাবকে সম্মাননা তুলে দেন স্বরলিপি শিল্পী গোষ্ঠী’র সভাপতি ও সাধারণ সম্পাদক, নৃত্য বিশেষ অবদানে লিলি আহমেদ’কে স্বরলিপির পক্ষথেকে ক্রেষ্ট তুলে দেন হাবিবুর রহমান হাবিব, সংগীতে বিশেষ অবদানে শফিকুল আলম সৌরভ’কে ক্রেষ্ট প্রদান করেন খালেদ আহমেদ চৌধুরী, আবৃত্তি চর্চা ও প্রশিক্ষনে বিশেষ অবদানের জন্য বাবুল আকতার নূর’কে ক্রেষ্ট প্রদান বিমানের কান্ট্রি ম্যানেজার এ.এইচ.এম. নজরুল ইসলাম ও ড: শাহজাহান। বিভিন্ন পর্যায়ের শিল্পীদের গান পরিবেশন করেন যথাক্রমে ঃ আমজাদ হোসেন খোকা, মিনু, সংঙ্কর, শফিক, নিশাত, চাঁদ চৌধুরী. মঈন, হেনা, মঞ্জুর মোল্লা, আহলাম, নিহাল, ফাতেমা, মরিয়ম, কৌশব, রবি, নির্ভিক, শাহ সুমন রাহাত, মিজান, নিলুফা হযরতসহ অনেকে। অনুষ্ঠানে আমজাদ হোসেন খোকার সঞ্চালনে আবৃত্তি শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন যথাক্রমে ঃ কামরুজ্জামান বাবু, শেখ এহছানুল হক খোকন, শাহ সুমন রাহাত।
অনুষ্ঠানে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে শেখ এহছানুল হক খোকনে সম্পাদনায় বিশেষ স্বরণিকা “স্বরলিপি বৈশাখ”র মোড়ক উম্মোচন করেন মিসেস খালেদ, মিসেস হাবিবসহ অনেকে। অনুষ্ঠানে আরো ছিলো রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি, দেশের গান ও গীতি নক্সা, কবিতা আবৃত্তি, আধুনিক ও ভাওয়াইয়া গান, ছায়াছবি এবং ব্যান্ডের গানসহ ইউ.এ.ই. এক্সচেঞ্জ এর ফ্যাশন শো স্থান পায়। আমরা এগিয়ে যাবো আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতির ধারা অব্যাহত রাখার প্রতিশ্র“তি বদ্ধ করতে। নববর্ষের আলোতে আলোকিত হউক সকল শোভাযাত্রা ও বৈশাখের মুহু মুহু মুর্ছণার দর্শন। এগিয়ে চল বাংলাদেশ তোমার দেহের সমস্ত সৌন্দর্য্যতা আমার বাঙালীপনার একমাত্র নির্বরতার সকাল-বিকাল-সন্ধ্যা।
Discussion about this post