Home / কুয়েত / স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ কুয়েত শাখার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ কুয়েত শাখার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কুয়েতের আব্বাসিয়া পার্কে মেরিনা হলে এটি অনুষ্ঠিত হয়।

 

কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক ও বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌর মেয়র ও সভাপতি আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটি শেখ আহম্মদ হোসেন মির্জা, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান, প্রথম সচিব ও দূতাবাস প্রধান আনিছুজ্জামান, দূতাবাস সোনালী ব্যাংক কর্মকর্তা সাফায়েত হোসেন পাটোয়ারী, বরিশাল সমিতির সভাপতি সুলতান আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশ্রাফ আলী ফেরদৌস, বাহার উদ্দিন বাহার, মো. আনিছুর রহমান মিলন, এম শিপন বাবু ,কবির হোসেন প্রমুখ।

 

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লেখা বইটি অতিথি ও নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. এয়াকুব, আজিজ উদ্দিন, তারেক হোসেন, ঈসমাইল, মাসুদ করিম, আব্দুর রহমান, সামসুল হক, মো. হানিফ, আবু বক্কর আরিফ, ইমাম উদ্দিন বাদলসহ কুয়েতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন...

কুয়েত বিএনপির কাউন্সিল ১লা জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক: বাংলার বার্তাঃ দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা,জলপ্না-কলপ্নার অবশান ঘটিয়ে আগামী নতুন বছরের ১লা জানুয়ারি ২০২১ বাংলাদেশ …

error: Content is protected !!