Home / প্রবাস / হাইওয়ে ৯৯; আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা

হাইওয়ে ৯৯; আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা

২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সংগ্রহ করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই সময়ের মধ্যে ঐ হাইওয়েটির প্রতি ১০০ কিলোমিটার গড়ে ৬২.৩ টি মারাত্মক দূর্ঘটনা ঘটেছে। সেটি হাইওয়ে ৯৯। ‘ভ্যালুপেঙ্গুইন’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষনায় এই তথ্য বেরিয়ে এসেছে। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে-

‘তুলনামূলকভাবে কম দৈর্ঘ্যের হাইওয়ে হলেও, পুরো দেশের তুলনায় ক্যালিফোর্নিয়া ৯৯ হাইওয়েটিতেই প্রতি ১০০ কিলোমিটারে সবচেয়ে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে।’

এই হাইওয়ের পাশের শহর ফ্রেসনোতেই গত ৪ বছরে ৩৪টি মারাত্মক দূর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাইওয়ে ৯৯ হলো আমেরিকার সবচেয়ে অন্ধকার রাস্তা এবং ১০৮ টি দূর্ঘটনাই ঘটেছে অন্ধকারে। আর একটি বিশেষত্ব পেয়েছে এই হাইওয়ে। আর তা হলো, মাতাল চালকদের ব্যবহৃত হাইওয়ে হিসেবে এটি দ্বিতীয় স্থানে আছে। এই বিশেষ শ্রেণীতে প্রথম স্থান টেক্সাসের ইন্টারস্টেট ৪৫ এর।

About admin

আরও পড়ুন...

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কুয়েতে আলোচনা সভা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক …