মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ: গত বৃহস্পতিবার বিকাল ৪টায় ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজারে যুবদলের এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদল সভাপতি শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, বিএনপি নেতা মতিউর রহমান মতি, যুবদল নেতা ওমর ফারুক আহাম্মেদ, শহীদুল ইসলাম শহীদ, মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান লিটন বলেন, হামলা মামলা নির্যাতন করে শহীদ জিয়ার সৈনিকদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত তত্বাবধায়ক সরকার দাবীর আন্দোলন থেকে বিরত রাখা যাবেনা। দ্রব্য মূল্যের উর্ধগতি গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি গুম, হত্যা লুটপাটের কারণে দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সৈরাচারী ফেসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি তিনি আহবান জানান। এর আগে জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটন বটতলা ও লক্ষীগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
Discussion about this post