বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা ১৬ এপ্রিল সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের লাউঞ্জে মঙ্গলবার সকালে আয়োজিত অবস্থান ধর্মঘট থেকে কর্মীরা এই ঘোষণা দেয়। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্তকেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’। পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন। ধর্মঘটকারী কর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হবে। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও অচল করে দেওয়া হবে। তারা বলেন, ওই সময় সারা বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ধর্মঘটকারীরা বলাকার সামনে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের কুশপুতুল পোড়ায়। ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। জামাল উদ্দিন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ধর্মঘটের সময় বিপুলসংখ্যক পুলিশ ঘিরে রাখে বলাকা ভবন। বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা বিমান বাঁচাও ঐক্য পরিষদেরর ব্যানারে ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছে। গত ২৫ মার্চ বিমানকর্মীরা অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। সে সময় বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের বিমানে অবাঞ্চিত ঘোষণা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ঐক্য পরিষদ ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এর আগে একই দাবিতে বিমান বাঁচাও ঐক্য পরিষদ বিমানের প্রধান কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
Discussion about this post