Home / শীর্ষ সংবাদ / ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু :কুমিল্লা বোর্ডে অধীনে ২৯৫টি কলেজ থেকে ৭৮৮৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ

১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু :কুমিল্লা বোর্ডে অধীনে ২৯৫টি কলেজ থেকে ৭৮৮৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ

মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা ব্যুরো প্রধান- কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার নোয়াখালী, ফেনী, চাদঁপুর, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া ও কুমিল্লাসহ ৬ জেলায় ১৪৬টি কেন্দ্রে ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর ২৯৫টি কলেজ থেকে ৭৮ হাজার ৮শ’ ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বৎসরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার ৫’শ ১৮ জন । গত ২০১১ সালে ২৮৮টি কলেজে থেকে ৬২ হাজার ৩৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৩৯ হাজর ৪ শত ১১ জন ছাত্র এবং ৩৯ হাজার ৪শত ৮২ জন ছাত্রী পরীক্ষার্থী রয়েছে। বোর্ডের অধিভুক্ত ৬ জেলার ২ শত ৯৫টি কলেজের উল্লেখিত সংখ্যক পরীক্ষার্থী ১ শত ৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। জেলাওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হলো- কুমিল্লায় ২৭ হাজার ৮শত ৫৬ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১১ হাজার ১৩ জন, চাঁদপুরে ১২ হাজার ৭৩ জন, নোয়াখালীতে ১২ হাজার ৯শত ১২ জন, লক্ষিপুরে ৭ হাজার ৪ শত ৩৩ জন এবং ফেনীতে ৭ হাজার ৬শত ৬ জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো ১১ হাজার ২ শত ৪জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৭শত ৪ জন এবং ছাত্রী ৪ হাজার ৫শত জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৭ শত ৬৭ জন। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৯শত ৩৬ জন এবং ছাত্রী ১৫ হাজার ৮শত ৩১ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ২৭ হাজার ৯শত ২২ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৭শত ৭১ জন এবং ছাত্রী ১৯ হাজার ১শত ৫১ জন। কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বিদ্বান চন্দ্র জানান- বৃহত্তর কুমিল্লার চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৯৫টি কলেজে ১৪৬টি কেন্দ্রে ৭৮ হাজার ৮’শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। আমাদের সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকলে যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য আমরা সকল পদক্ষেপ গ্রহণ করবো। গত বৎসরের চেয়ে এবার বেড়েছে বেড়ে অধিক।

About

আরও পড়ুন...

কুয়েত প্রবাসীকে হত্যার চেষ্টা

কুমিল্লা : পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার লালমাইতে মোঃ হানিফ নামের এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ