৭৪ পাউন্ড ওজনের কেক কেটে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় জন্মদিনের এ উৎসব হবে রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর, সোমবার সকাল)।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এ প্রসঙ্গে বলেন, প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধা, মুজিব আদর্শে উজ্জীবিত সর্বস্তরের প্রবাসী ছাড়াও থাকবে নতুন প্রজন্মের সদস্যরা। ‘মাদার অব হিউম্যানিটি’ শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পরিবেশিত হবে সংগীত। শেখ হাসিনাকে নিয়ে কথা বলবেন বিশিষ্টজনেরা। এরপর বিশেষ মোনাজাত হবে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আরও কয়েকটি অনুষ্ঠান হবে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত নিউইয়র্ক অথবা ভার্জিনিয়ায় শেখ হাসিনার উপস্থিতিতে তার জন্মদিন পালিত হয়েছে। এবার সেটি হলো না করোনা পরিস্থিতির কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশন ভার্চুয়ালে হওয়ায়।
মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।
Discussion about this post