মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত।কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ, কর্মময় জীবন, সংস্কৃতি বাংলার ঐতিহ্য প্রকাশনায় মাসিক পত্রিকা “প্রবাস বাংলার” ৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে প্রবাস বাংলা মিডিয়া কুয়েত কর্তৃক মত বিনিময় ও দোয়া মাহফিল ১২ জুলাই ২০১২ কুয়েতস্থ সিটি গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলোয়াত’র মধ্য দিয়ে সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ.ক.ম. আজাদ সম্পাদক প্রবাস বাংলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র, নুরুল ইসলাম সোহেল চৌদুরী জি,এম, আজিক প্রিন্টিং প্রেস, জালাল আহমেদ চুন্নু মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠন, মাওলানা মামুনুর রশীদ সম্পাদক আলহুদা, মোহাম্মদ ইয়াকুব ব্যুরোচীপ আজকের সূর্যোদয়, ড. ছদিউল এম,এস. ইকবাল, আব্দুল আউয়াল খান, আব্দুর রউফ মাওলা, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। রফিকুল আলম সুমন’র সঞ্চালনায় অতিথিবৃন্দ প্রবাস বাংলার ৬ বছরের সুফল কুফল’র উপর আলোকপাত করেন। অতিথিরা বলেন প্রবাস বাংলা প্রবাসী বাংলাদেশীরা যতদিন থাকবে প্রবাস বাংলা ততদিন ধারাবাহিকতায় প্রকাশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রবাস বাংলা মিডিয়া পক্ষথেকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেষ্ট প্রদান করা হয়- নুরুল ইসলাম সোহেল চৌধুরী (প্রকাশনায়), সাহাব উদ্দিন (বিশিষ্ট ব্যবসায়ী), আব্দুল কাদের মোল্লা (শ্রেষ্ঠ বিজ্ঞাপন দাতা ও সংগঠক) মুহাম্মদ জালাল উদ্দিন (সাংবাদিকতায়), মোঃ ফরিদ উদ্দিন খান (সম্পাদনায়), রফিকুল আলম সুমন (গ্রাফিক্স), দেলোয়ার হোসেন বাবন (সাহিত্য), কবি আব্দুর রহিম (সাহিত্য), আল ইমরান শিকদার (কবিতায়), মোহাম্মদ মুছা (প্রচারনায়) এবং নিগার সুলতানা (সাহিত্য)। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আলম। নৈশ্যভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post